1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন

মিস ইউনিভার্সসহ মালিক জাকাপংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট ‘মিস ইউনিভার্স’-এর সহ-মালিক ও পরিচিত থাই ব্যবসায়ী অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বুধবার আদালতের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই শেষ হয়। বিজয়ীর মুকুট মেক্সিকোর ফাতিমা বোশের হাতে উঠতেই নতুন করে আলোচনায় আসেন প্রতিযোগিতার অংশীদার জেকেএন গ্লোবাল গ্রুপের প্রধান জাকাপং।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ করানোর সময় এক প্লাস্টিক সার্জনকে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল। একই সঙ্গে নির্ধারিত সময়ে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও ছিল মিথ্যা। এই অভিযোগে ওই বিনিয়োগকারী মামলা করেন, যা থেকেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়।

আদালত জানায়, জাকাপংয়ের আচরণ “প্রতারণার পর্যায়ে পড়ে” এবং মামলার শুনানিতে তার অনুপস্থিতি “পালানোর চেষ্টা” হিসেবে বিবেচিত হতে পারে। মঙ্গলবার মামলার রায় দেওয়ার কথা থাকলেও তিনি আদালতে হাজির হননি। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।

থাই স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আর্থিক সংকটের মধ্যেই জাকাপং নাকি মেক্সিকোতে অবস্থান করছেন।

এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, জাকাপংকে ঘিরে চলমান আইনি জটিলতা প্রতিযোগিতার কার্যক্রম বা পরিচালনার সঙ্গে “সম্পূর্ণভাবে সম্পর্কহীন”।

এ বছরের প্রতিযোগিতা ঘিরে ব্যাপক বিতর্ক দেখা দেয়। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ উপস্থাপক বিজয়ী ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট না দেওয়ার জন্য প্রকাশ্যে তিরস্কার করেন যা যৌন বৈষম্যমূলক আচরণ হিসেবে সমালোচিত হয়। ঘটনার পর বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ছেড়ে চলে যান। পরে উপস্থাপক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের দৃষ্টিও আকর্ষণ করে।

উল্লেখ্য, একসময় প্রতিযোগিতাটির মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে মিস ইউনিভার্স কিনে নেয় এবং পরে এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

সূত্র: আল আরাবিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট