1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত সুন্দরবন থেকে ৭২ কেজি হরিণের মাংসসহ ৪ চোরা শিকারী আটক বাগেরহাটে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ সার ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ, সভা না করে সুপারিশ সুন্দরবনের দস্যু দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স মোহাম্মদপুরে মা-মেয়ে খুন,বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে পালাল গৃহকর্মী বটিয়াঘাটায় ৩০ পিচ ইয়াবা সহ শারাফাত আটক টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৭ নারী ও শিশু উদ্ধার

সুন্দরবনের দস্যু দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর কাছে মুক্তিপণের দাবিতে জিন্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডপশ্চিম জোন। এসময় দস্যুবাহিনীর আস্তানায় তল্লাশী করে অস্ত্র ও গুলি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট