1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: রুমিন-নীরবসহ ৯ শীর্ষ নেতা বহিষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একযোগে একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার দলের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃত এসব নেতার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

বহিষ্কারের তালিকায় সবচেয়ে আলোচিত নাম জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেককেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বহিষ্কৃত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, দলের চেইন অফ কমান্ড বজায় রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত ও ঐক্যের বাইরে গিয়ে কেউ কোনো তৎপরতা চালালে ভবিষ্যতে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সাফ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট