1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিজেদের অবস্থানে অনড় বিসিবি, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসি প্রতিনিধির আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী: খামেনি হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল অন্তর্বর্তী সরকারের ৫০০ দিন, ঐতিহাসিক অর্জন বনাম অমীমাংসিত সংকটের ময়নাতদন্ত দুই দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ডিএমপি দেশকে এগিয়ে নিতে ‘হ্যাঁ’তে সিল দিন, গণভোটের প্রচারে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টা পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে তিন সহস্রাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো- জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে তিন সহস্রাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। তাঁর উদ্যোগে উপজেলার অন্তত দশটি গ্রামের তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আনোয়ার আলদীন। এ সময় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ শীত নিবারণের জন্য প্রয়োজনীয় কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, শীত, দুর্যোগ ও দুঃসময়ে এই অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে আমরা নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করছি। এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা, সুপেয় পানির সংকট দূর করতে বিভিন্ন গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপনসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই মানুষই ভালোভাবে বোঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত উদ্যোগেই দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, আগামী রোববার (১৮ জানুয়ারি) একই অঞ্চলের দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট