1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারত সফর না করলে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ! নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১ আন্তর্জাতিক আইনকে ‘বুড়ো আঙুল’ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র-জাতিসংঘ মহাসচিব গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন-উপদেষ্টা শারমীন এস মুরশিদ বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে বিজিবি বটিয়াঘাটায় “গণভোট ২০২৬ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর কচুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শিকদার হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, নিয়াজ মাহমুদ শৈবাল, প্রদিপ বসু সন্তু, সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা মানফুজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৯০তম জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের কাছে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানান তারা।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট