
ডেস্ক:: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই সেখানে বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
মঙ্গলবার বিকেলে পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিচারের নিশ্চয়তা ও পরিবারের পাশে র্যাব র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মোতালেবের রক্তের ঋণ আমরা বৃথা যেতে দেব না। যারা এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয়টি তদারকি করবে।
তিনি আরও জানান, নিহত কর্মকর্তার পরিবারের সব দায়িত্ব র্যাব গ্রহণ করেছে এবং সংস্থাটি সব সময় তাঁদের পাশে থাকবে।
যেভাবে হামলাটি হয়েছিল অনুসন্ধানে জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াসিন গ্রুপ’ জঙ্গল সলিমপুরে একটি কার্যালয় উদ্বোধনের আয়োজন করে। সেখানে ইয়াসিন উপস্থিত থাকবে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। অভিযান চলাকালীন ইয়াসিন গ্রুপের অনুসারীরা র্যাব সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়। এতে চার র্যাব সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন মারা যান।
বর্তমান পরিস্থিতি নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের পর পুরো জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের ধরতে এবং ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে
Leave a Reply