
বেনাপোল প্রতিনিধি:: “অধিকাল ভাতা” বন্ধের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় এক ঘণ্টা বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি–রপ্তানি বাণিজ্যে বন্ধ থাকে।
স্থলবন্দর কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দেড় শতাধিক বন্দর কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে গত ২১ বছর ধরে তারা অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত দুই মাস ধরে কোনো কারন ছাড়াই এই অধিকাল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কর্মচারীরা চরম আর্থিক ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। তারা জানান, সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পালন করতে হয় তাদের।
কর্মচারীরা আরো ও জানান, আমদানি-রপ্তানি সচল রাখা ও জাতীয় রাজস্ব আদায়ে সহোযোগিতা ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে তাদের অনেক সময় সকাল ৬টা থেকে শুরু করে মধ্যরাত কিংবা ভোর ২-৩টা পর্যন্ত কাজ করতে হয়। এ অতিরিক্ত কাজ কোনোভাবেই স্বেচ্ছামূলক নয়।
বক্তারা দ্রুত অধিকাল ভাতা পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে বিকেল ৫টার পর থেকে বন্দর কার্যক্রম বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন চলাকালে কর্মবিরতির ফলে বন্দর এলাকায় আমদানি–রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং পণ্যজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply