
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উঠান বৈঠক হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ।
উঠান বৈঠকে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন।
Leave a Reply