দাকোপ প্রতিনিধি:: গহীন সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে কুমুরের আক্রমনে প্রাণ হারালেন দাকোপের ঢাংমারী গ্রামের মোঃ মোশরফ হোসেন গাজী(৫০)। পরবর্তীতে স্থানীয় লোকজন খবর পেয়ে করমজল খালে রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন।
গহীন সুন্দরবনের পূর্ব বনভিবাগের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ রহমান জানান, পূর্ব বন বিভাগের কোন অনুমোতি ছাড়াই শনিবার (৮জুন) সকালের দিকে দাকোপ উপজেলা বানিশান্তা ইউনিয়নের পূব ঢাংমারী গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত মোঃ হাফিজ উদ্দিন গাজীর ছেলে মোঃ মোশারফ হোসেন গাজীসহ সঙ্গীয় আরো ২/৩জন ব্যক্তি গহীন সুন্দরবনের করমজল নাম স্থানে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন। তারা করমজলের একটি খালের পাশে বনের ভিতর ঢুকে মৌ-চাকের মুধু সংগ্রহ করতে যায়। সে স্থানে তারা মধু সংগ্রহ করতে না পারায় ফিরে আসার পথে করমজল নদীর খাল সাঁতরিয়ে পার হয়ে আসার সময় একটি কুমির মোশারফকে আক্রমন করে। ওই সময় অন্যান্য সঙ্গীরা কুমিরের থেকে মোশারফকে তারা রক্ষা করতে পারেনি। পরবর্তীতে মোশারফের সঙ্গীরা বাড়ি পৌঁছিয়ে এ খবরটি দিন। তার বাড়ির লোকজনসহ মোশারফের সাথে থাকা সঙ্গীরা দুপুর আনুঃ দেড়টায় সময় করমজল খাল থেকে মোশারফের রক্তাক্ত ভাসমান লাশ উদ্ধার করেন। স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ রহমান জানান, কুমিরের হামলায় নিহত মোশারফ হোসেন গাজী নামের ব্যক্তি তিনি বনবিভাগের অনুমোদিত কোন মৌয়াল নয়। তিনি অবৈধ পন্থায় করমজলের গহীন সুন্দরবনের ভিতর অনুপ্রবেশ করে মধু আহরণের জন্য গিয়ে ছিলেন। দুপুরের দিকে মোশারফের পরিবার পরিজন ও স্থানীয়রা করমজলের একটি খাল থেকে লাশ তার উদ্ধার করে নিয়ে যান।
বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায় তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তার ইউনিয়নের পূর্ব ঢাংমারী গ্রামের বাসিন্দা মৃত মোঃ হাফিজ উদ্দিন গাজীর ছেলে সুন্দরবনের ভিতর মধু সংগ্রহ করতে গিয়ে করমজল খালে কুমিরের আক্রমে তার অ-স্বাভাবিক মৃত্যু হয়েছে।
Leave a Reply