মনির হোসেন, মোংলা:: মোংলায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান মিনিস্ট্রি টু চাইল্ড এন্ড ইয়ুথ (সি,এম,সি,ওয়াই) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- ০৩৩৬ এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ১২-২০ বয়সী কিশোরীদের নিয়ে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রচারাভিযান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শেলাবুনিয়া এল.ডি,সি বিডি-০৩৩৬ এর সভাপতি রেভারেন্ড জেমস মনীদ্র বৈদ্যর সভাপতিত্বে ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় চার্চ অব বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মৌসুমী ইয়াসমিন। অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি প্রচারাভিযানের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক জেমস প্রবীর সরকার।
সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের প্রভাষক রেবেকা সুলতানা, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা প্রতিমা সরকার, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসিমা গুলশান, চালনা বন্দর মডেল মাধ্যমিক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেবা রানী সরকার ও অবসরপ্রাপ্ত শিক্ষক মারিনো দীপ্তি মন্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে মাসিক স্বাস্থ্য নিয়ে জটিলতাগুলো শুধুমাত্র কিশোরীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি কিশোরীর জীবনে মাসিক শুরু হওয়ার পর থেকে কিছু জটিলতা তৈরি হয়, তাছাড়া মাসিককে ঘিরে থাকা প্রচলিত সামাজিক, পারিপার্শ্বিক, ধর্মীয় রীতিনীতি, ভুল বিশ্বাসের কারণে মাসিক স্বাস্থ্যকে ব্যবস্থাপনা করতে গিয়ে তারা নানা ধরণের সমস্যার সম্মুখীন হন, সেগুলো একজন কিশোরীর স্বাভাবিক জীবন যাপনে নেতিবাচক প্রভাব ফেলে। সেই সাথে মাসিক স্বাস্থ্যের জটিলতা গর্ভধারণের ক্ষেত্রে নানা ধরণের সমস্যা তৈরি করে।
পরে প্রকল্পের সুবিধাভোগী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সেনোরা ন্যাপকিন ৩ প্যাকেট, ৩টি লাক্স সাবান, ৩টি বল সাবান, ১টি নেইল কাটার ও তিন পাতা ফলিক এসিড আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এ্যালেক্স রানা মিত্র ও কেয়া তালুকদার।
Leave a Reply