দাকোপ প্রতিনিধি:: দাকোপের পানখালী ইউনিয়ন পরিষদের সাথে ইসিএসএপি প্রকল্পের লভিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা এএসডিডিডাব্লু বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে খ্রিস্টান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় পানখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পানখালী ইউনিয়ন পরিষদের সাকেত সাবেক চেয়ারম্যান সোহরাব শিকদার, এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগী, ইউপি সচিব, ইউপি সদস্য বৃন্দ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ, দলিত জনগোষ্ঠিতর নারী সদস্য, বাজার কমিটির সভাপতি, সম্পাদক, ইসিএসএপি প্রকল্পের ইভেন্ট অর্গানাইজারসহ প্রকল্পের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
Leave a Reply