নিজস্ব প্রতিনিধি:: জাইকা টিমের প্রতিনিধিবৃন্দ ফুলতলা মৎস্য বিভাগ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (৮ জুলাই) প্রতিনিধি টিম ফুলতলার আইয়ান ফিশ ফার্ম পরিদর্শন ও মত বিনিময়, ক্লাস্টার কার্যক্রম পরিদর্শন এবং ক্লাস্টার চাষীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Shunji Sugiyama, Chief advisor, Fisheries livelihood enhancement project in the coastal area of the Bay of Bengal, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, প্রকল্প পরিচালক মোঃ আসাদুজ্জামান, ফুলতলা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিসা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার প্রমুখ।
Leave a Reply