বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক । কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ি উপ- পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল প্রমূখ ।
Leave a Reply