দাকোপ প্রতিনিধি:: দাকোপে যুবক্লাবের বেস্ট প্রাকটিস বিষয়ক লানিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর নবযাত্রা-২ প্রকল্পের আয়োজনে ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। নবযাত্রা -২ প্রকল্পের ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেম স্পেসালিস্ট মোছা: লেবনা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, যুবক্লাবের সদস্যদের মধ্যে শিবপদ সরদার, ব্যাপন মন্ডল, সুশান্ত সরকার, তরিকুল ইসলাম, মামুন মাতুব্বর, শফিউদ্দিন হাওলাদারসহ উপজেলা ৯টি যুবক্লাবের ৪৫ জন সদস্য ও সদস্যা এ কর্মশালায় অংশগ্রহন করেন।
Leave a Reply