দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার সার্বিক আইনসৃঙ্খলা বজায় রাখা, গুজবে কান নানা দেওয়া, সকল ধর্মের মানুষের সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার বেলা ১১ টায় চালনা ডাক বাংলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা সংবাদ সম্মেলন পাঠ করেন। এ সময় তিনি বলেন চলমান আন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে একটি কুচক্রীমহল সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এ গুজবে কান না দেওয়ার জন্য দাকোপ বাসীর প্রতি আহবান জানায়। যদি কেউ শান্তি-সৃঙ্খলা বিঘœঘটায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব মোঃ আলামিন সানা, বিএনপি নেতা আইয়ুব আলী কাজী, শেখ শহিদুল ইসলাম, কৌশল্যা রায়, মহিদুল হাওলাদার, কাশেম সানা, আরশাফ গাজী, মোঃ বাচ্চু ফকির, মুনসুর মীর, আঃ রাজ্জাক মোল্ল্যা, জাবেদ শেখ, মাহাবুর মোল্ল্যা, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, পারুল বেগম, মিনা গাজী, জি এম রুম্মান প্রমুখ।
Leave a Reply