1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিলো বাংলাদেশ ১ নভেম্বর থেকে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী মাসেই চালু হচ্ছে বেনাপোলে কার্গো ভেহিকেল টার্মিনাল রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে-প্রধান উপদেষ্টা অনুপস্থিত পুলিশদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫, অবসরে ৬৫ বছর করার প্রস্তাব যে কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন জনপ্রশাসন সচিব কোস্টগার্ডের অভিযানে তিন কোটি ৮৫ লাখ রেণুপোনাসহ আটক ২ সাঁথিয়ায় অজ্ঞাত ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার

তিনদিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: তিনদিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য আবার ও শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩৭০ ট্রাক পণ্য ট্রআমদানি রফতানি হয়েছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৮ টায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময়ে ১৫১ ট্রাক পণ্য রপ্তানি ও ২১৯ ট্রাক পণ্য আমদানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে স্পঞ্জ আয়রন, কর্ন ডিডিজিএস, কাপড়, ব্লিচিং পাউডার, কোয়ার্টাইজ পাউডার, অ্যালামসহ বিভিন্ন ধরনের পণ্য। এ ছাড়া রপ্তানি পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, পাটের সুতা, কাঁচা পাট, খালি সিলিন্ডার, জুতা, আরেকা বাদাম ও ভ্রমণ সামগ্রীর লাগেজ।

বুধবার বেনাপোল বন্দর পরিচালক, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা পেট্রাপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য আমদানি-রপ্তানি চালুর জন্য অনুরোধ জানান। এরপর পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে আজ সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।

বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারতের পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশন (সিডাব্লিউসি) কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক পাঠায়নি। বুধবার উভয় দেশের যৌথ সভার পর আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বন্দরের কাজও চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নিরাপত্তাজনিত কারণে তিন দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বিকেলে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ী এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। তারা আমদানি-রপ্তানি চালুর কথা জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews