শুভেচ্ছা নতুন বাংলাদেশের হাল ধরার নিমিত্তে সর্বপ্রথম : সংবিধান ২০০ বছর উপযোগী করতে হবে, ২য়, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন বিভাগ একেবারে চীরতরের জন্য স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করবেন!
নির্বাচন কমিশন থেকে ১৫ বছর ধরে চাকুরীরত সবাইকে চাকুরীচ্যুত করার অনুরোধ রইল এবং সকল নির্বাচন কমিশনারদের বিচার করতে হবে।
বিজিবি শহরে থাকতে পারবেনা, ওরা সিমান্তে থাকবে এবং সীমান্তের রক্ষনাবেক্ষন করবে। ছাত্র জনতার গায়ে গুলি করার আর আশপর্দা যেন না পায়।
সর্বশেষ, নির্বাচন মার্কা হিসেবে নৌকা বিলুপ্ত করে দিতে হবে।
আপনার সুবিচারের অপেক্ষায় জনগণ। জামাল ইউ আহমেদ শেখ , প্রকাশক ও সম্পাদক দৈনিক বাংলার খবর ।
Leave a Reply