1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
এসএসসিতে জিপিএ-৫ পেলেন ১ লক্ষ ৩৯০৩২ জন, এগিয়ে মেয়েরা দাকোপে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ পদ্মা সেতু রক্ষা প্রকল্প বাঁধে ভয়াবহ ভাঙন পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড যাচাই-বাছাই সম্পন্ন মুন্সিগঞ্জে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড বাগেরহাটে এ্যানজিন মেটাল ইন্ডাষ্ট্রিজের ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ আমদানি রপ্তানি বৃদ্ধি করতে মোংলা বন্দরকে নতুন মাত্রায় গড়ে তোলা হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে স্পেন

বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির রক্ষা করছেন-শশী থারুর

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের কংগ্রেস নেতা, লোকসভার সদস্য ও কলামিস্ট শশী থারুর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। তবে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করছেন।

শনিবার (১০ আগস্ট) এনডিটিভির এক টকশোতে এ কথা বলেন প্রবীণ এই ভারতীয় রাজনীতিক।

তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের দীর্ঘদিনের বন্ধু। তাকে আশ্রয় দেওয়াই সমীচীন, আশ্রয় না দিলে বরং লজ্জার বিষয় হতো। তবে বাংলাদেশে গঠিত হতে যাওয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা, ড. মুহাম্মদ ইউনূস গোটা বিশ্বে সমাদৃত একজন সজ্জন মানুষ।

বাংলাদেশ-ভারত দীর্ঘ দিনের ‘ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, এই সম্পর্কের মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে, বাংলাদেশের জনগণের মঙ্গল। দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্র ও শেষে কোনো বাংলাদেশি নেতা। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি ১৯৭১ সাল থেকেই।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক।

তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের উদ্বেগ ছিল, পাকিস্তান এবং চীন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে কি না। অন্তর্বর্তী সরকার গঠন বা ইউনূসের প্রাথমিক বিবৃতিতে এমন কিছুর ইঙ্গিত নেই। ইউনূস শান্তির কথা বলেছেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তির স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বলেন, আমরা যদি শেখ হাসিনাকে সাহায্য না করতাম তাহলে এটা ভারতের জন্য কলঙ্কজনক হতো। আমি মনে করি, বর্তমান সরকার ও বিরোধী দলের সকল ভারতীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক ছিল, তিনি ভারতের বন্ধু এবং ভারত তার বন্ধু। যখন কোনো বন্ধু সমস্যায় পড়ে তখন আপনি সাহায্য করার জন্য দুবার ভাববেন না। ভারত ঠিক এটিই করেছে এবং এটি করার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট