1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর পর আটক কবিরুল এনজিও কর্মীদের বিরুদ্ধে গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কপিলমুনি ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি গঠন :সভাপতি রাজ, সম্পাদক রনি ডুমুরিয়ায় সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চাই- বিএনপি প্রার্থী বাপ্পী ঘোড়াঘাট পৌরসভায় উঠান বৈঠক করেন ডঃ এজেড এম জাহিদ হোসেন

বেগম খালেদা জিয়াকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে-মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ আগষ্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন

দোয়া মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বর্তমানে একটি ভাসমান অবস্থায় আছি। ভারতে বসে শেখ হাসিনা যেকোন একটা ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত তৈরী করতে চেয়েছিলো। তারা সেটি পারেনি। জনগণ ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোন দুষ্কৃতিকারী যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড কমিটি তৈরী করেন। সংখ্যালঘু ও তাদের মন্দিরের নিরাপত্তা দিবেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার আদর্শকে আপনারা ধারণ করবেন।

বিএনপি মহাসচিব বলেন, এক ফ্যাসিবাদকে করেছি, এখন যাতে নব্য ফ্যাসিবাদ যাতে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্তবর্তীকালীন সরকার একটি নতুন সরকার। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে তা পরিস্কার করতে হবে। আমাদের সবাইকে সেই পর্যন্ত সবাকে ধৈর্য ধারণ করতে হবে।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বলে জানায় বিএনপি

গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট