1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির বিচারকদের কলমবিরতির হুঁশিয়ারি ঢাবিতে যৌন হয়রানি, সেই অধ্যাপক কারাগারে পাইকগাছায় ৮ দলীয় ফুটবল কাপের উদ্বোধন করলেন- ধানের শীষের প্রার্থী বাপ্পী দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল-সেনাপ্রধান আগামী জাতীয় নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা বিচারকের সন্তানকে হত্যা: জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাইকগাছায় আদর্শ লাইব্রেরি পক্ষ থেকে প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার প্রদান বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহ্বান উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহর মৃত্যু বার্ষিকী পালন

ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে ঐক্য স্থাপনের লক্ষ্যে  মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, ‘বিদ্যমান অবস্থায় সবার আগে দেশে শান্তি প্রতিষ্ঠায় আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। এ-কাজে প্রশাসনকে সহয়তা করা ও সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সমগ্র উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা ডুমুরিয়ায় কর্মরত ৫ সাংবাদিককে হামলা, মোটর সাইকেল পুড়ানো, বাড়ি ও দোকান ভাংচুর’র তীব্র নিন্দা জানিয়ে বক্তব্যদেন, ডুমুরিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদিন, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হক, সিনিয়র সাংবাদিক জি.এম আবদুস ছালাম, শেখ মাহতাব হোসেন, এম.এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি, বিলায়েত হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, সাব্বির খান ডালিম, এম রুহুল আমিন, এনামূল বাশার টিটো, অরুণ দেবনাথ, জাহিদুর রহমান বিপ্লব, আবদুল লতিফ মোড়ল, মাহাবুর রহমান, এস রফিকুল ইসলাম, গাজী আব্দুল কুদ্দুস, আব্দুর রশিদ এলিন, সুজিত মল্লিক, সেলিম আবেদ, শেখ আব্দুস সালাম, আরশাফুল আলম, এফ এম মনির, খান মহিদুল ইসলাম, আরিফুজ্জামান নয়ন, কাজি আবদুল্লাহ প্রমুখ।

ওই মতবিনিময় সভা শেষে ডুমুরিয়া সাংবাদিক কল্যান সমিতি’র পক্ষ থেকে যায়যায়দিন প্রতিনিধি সুব্রত ফৌজদার, মানবজমিন প্রতিনিধি সুমন ব্রহ্ম, সংযোগ বাংলাদেশ প্রতিনিধি মাসুম গাজী ও রাজপথের দাবি প্রতিনিধি নাসিম গাজী’র হাতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট