1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলের বোমার আঘাতে আরও ৯১ ফিলিস্তিনি নিহত স্থগিতের চেষ্টা হলেও সরকার নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ ন্যায়বিচারের পথে বাংলাদেশ: ৫ আগস্টের হত্যাযজ্ঞের বিচার ও নতুন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার কমরেড রসময় বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ পাইকগাছায় ১৪৩ পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শার্শার রুদ্রপুর সিমান্তে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেলো ভারতে খুলনা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা দেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি রোগীর সংখ্যাও বাড়ছে- ফিরোজ সরকার

পাইকগাছায় দুই দিনে ও মেরামত করা যায়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ; ১৩ গ্রাম প্লাবিত,

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা):: খুলনার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি। দু দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ধ্বসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য সম্পদ। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভে্ঙ্গে ৫ টি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন। এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে গেলে সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার দেড় হাজার মানুষ শুক্রবার সকালে পুনরায় মেরামত করলে মেরামত কৃত বাঁধ আবারো দুপুরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাঁধ মেরামত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মেরামতের সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলদানার সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দ্বিতীয় দিনে ও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরো ৮ টি গ্রাম সহ ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে বলে জানান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এছাড়া প্লাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়া সহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্যান্য সবজি ফসল এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট