1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন-প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ ঐতিহ্যবাহী পানের হাট,কোটি টাকার লেনদেন, দাম নিয়ে হতাশ পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ বেনাপোল ও যশোর সীমান্তে কোটি টাকার স্বর্ণ এবং অবৈধ চোরাচালানী পন্য জব্দ, আটক-১ চট্রগ্রামের বহিঃনোঙর থেকে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন;ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ মৎস্য সম্পদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় জেলা বিএনপির সদস্য সচিব-কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা কর্তৃক জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য পরিবেশন করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মঙ্গলবার বেলা বারোটায় জলমা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এক সাংবাদিক সম্মেলনর আয়োজন করা হয়। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলমা ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ আসাবুর হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত ইউনিয়নের দখলবাজ বাদশা সানা ও তার ভাই রুহুল সানা আ’লীগের দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমিজমা-ঘরবাড়ি দখলবাজি করে চালিয়ে আসছিলো। বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের কবলা দলিল মূলে খরিদকৃত বিল্ডিং বাড়ি তৈরি করে সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক ওই ঘরে ভাড়াটিয়া অবস্থান করছে। বর্তমানে ওই দখলবাজরা জেলা বিএনপি নেতার আত্মীয় মোঃ আনোয়ার হোসেনের বসত বাড়ি ভূয়া কাগজ তৈরি করে আত্মীয়ের পরিবার ও ভাড়াটিয়াকে ঘর থেকে বের করে দেয়ার পাঁয়তারা করছে এবং জীবন নাশের হুমকি দিচ্ছে। এমনকি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে বাদশা ও তার ভাই রুহুল সানা মিলে জীবন নাশের হুমকি দিচ্ছে। বিগত ৫ আগস্ট সরকার পট পরিবর্তনের পর থেকে উক্ত বাদশা ও তার ভাই নিজেকে বিএনপির জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেতা হিসেবে দাবি করছে। এ ব্যাপারে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কোন দখলবাজ কোন দিন বিএনপির সাথে সংপৃক্ততা থাকতে পারে না এবং কোনদিন ছিল না। সে ও তার ভাই রুহুল সানা বিএনপির নাম ভাঙিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পীর বিরুদ্ধে বিএনপির দলীয় উর্দ্ধতন নেতা সহ সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে হেয় প্রতিপন্ন করে চলেছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত বাদশা সানা ও তার ভাই রুহুল সানার বানোয়াট ও মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুর রহমান, যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, বিএনপিনেতা যথাক্রমে এসএম রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, শেখ আবুল হোসেন, পলাশ মহলদার, আলী হোসেন, শেখ দেলোয়ার হোসেন, নূর আলম ভূইঁয়া, জুয়েল আকন, আমিনুল ইসলাম সজীব, সুমন খান, শফিকুল ইসলাম প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট