অরুণ দেবনাথ ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) মিজান মাহমুদ। আলোচনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, হামিদুল ইসলাম, স্প্রেয়ার মেকানিক সৌমেন্দু কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষণ শেষে ৩০জন কৃষক-কিষানীর মাঝে ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
Leave a Reply