1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের কারাগারে ৮ মাস কারাবাস শেষে দেশে ফিরল বাংলাদেশি বৃ্দ্ধা যোহরা বেগম সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড ছাত্রবিষয়ক সম্পাদকের রোগমুক্তিতে জবি ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ-মাহফিল ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’

দালালি ও চাঁদাবাজির অভিযোগে সুমনের নামে মামলা করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালিতে বাঁধা দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয় দানকারি সুমন হোসেন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন।

মামলার আসামী সুমন হোসেন পোর্ট থানার স্থানীয় বেনাপোল গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।

মামলার বিবরনে বলা হয়, সুমন দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালী ও বন্দরের বিভিন্ন শেড ইনর্চাজের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। কাস্টমস হাউজের বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকে নানাভাবে হয়রানি ও তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্দরে প্রবেশ করে পাসেপার্ট যাত্রীদের লাইন ছাড়া দ্রুত ভারতে পার করে দেয়ার কথা বলে ২/৩ হাজার টাকা আদায় করে আসছে প্রতিনিয়ত।

বন্দর কর্তৃপক্ষ অভিযোগটি গত ২ সেপ্টেম্বর পোর্ট থানায় দায়ের করলেও অদৃশ্যকারণে মামলাটি আজ দুপুরে এন্ট্রি করা হয়।

বন্দরের উপরিচালক মো. রাশেদুর সজিব নাজির জানান, সুমন দীর্ঘদিন বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালি করে আসছিল। বন্দরের নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে তাদের ধাক্কা দিয়ে বন্দরের ভেতরে প্রবেশ করে পাসপোর্ট দালালী ও ল্যাগেজ পার্টি পার করে মোটা অংকের অর্থ আয় করে আসছিল। আনসার সদস্যরা বিষয়টি বন্দরের ডাইরেক্টর রেজাউল করিমকে অবহিত করেন। পরে পরিচালক তাকে বন্দরের অভ্যন্তরে কেপিআইভূক্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন, সে ফেসবুক ও অনলাইনে বন্দরের পরিচালক রেজাউল করিম ও বন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা,বানোয়াট ও অশ্লীল মন্তব্য প্রচার করে কর্মকর্তাদের মানহানি করে।

তিনি আরও জানান, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত স্থাপনা। বেনাপোল স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা, ২০০৭ এর প্রবিধি (১৩) অনুচ্ছেদে স্থলবন্দরকে সংরক্ষিত এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি সমুন ভক্ত জানান, বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে আজ বুধবার দুপুরে অভিযোগটি মামলা আকারে গ্রহন করা হয়েছে। যার মামলা নাম্বার -০৫ তারিখ:- ১১/০৯/২৪

বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষকেও বিভিন্ন দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে ইতোমধ্যে কাস্টম হাউসে সুমনের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জরি করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হকিম।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান মুঠো ফোনে জানান, সুমন বিভিন্ন সময় বেনাপোল বন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের কে হুমকী দিয়ে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চাঁদাবাজি করে আসছে। আমার অফিসাররা তাকে বাধা দিলে সে আমাকে সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুক ও অনলাইনে মানহানিকর মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট