1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামায়াত জোটে আরও ১০ আসন পাচ্ছে এনসিপি দীর্ঘ নিরবতার পর জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ভারতের সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু ভেঙে গেল ‘ইসলামী নির্বাচনী ঐক্য’ ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তারেক রহমান ও বিশিষ্টজনদের শ্রদ্ধা উত্তরায় সাতসকালে আবাসিক ভবনে আগুনে পুড়ে শিশুসহ নিহত ৬ শহীদ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত-ফয়েজ আহমদ তৈয়্যব

জিএম কাদেরের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে খুলনা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য জাতীয় সংসদে দাবি উপস্থাপন করে বক্তব্য দেন। পরবর্তীতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এ ছাড়া জাতীয় পার্টি খুলনা, রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। মিথ্যা মামলা দিয়ে় বিগত সরকার জাতীয় পার্টির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।
আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে জাতীয় পার্টি অভিনন্দন জানায়। কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, উনার সহধর্মিণী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার দাবি করছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাড: মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, জাপা নেতা ডা. আবুল কাশেম, মাসুম হায়দার, শেখ নাজমুল কবির সাদী, ইসমাইল খান টিপু, শেখ মো. জাহাঙ্গীর হোসেন, এরশাদুজ্জামান ডলার, শাহজাহান আলী সাজু, রহমত আলী খান, ফরহাদ হোসেন, প্রিন্স হোসেন কালু, অপূর্ব দত্ত নেকু, মো. শফিকুল ইসলাম বাচ্চু, মাজার জোয়ার্দার পান, কামরুল হোসেন, কাজী হাসানুর রশিদ রাসেল, সুলতান মাহমুদ, ওয়াদুদ মোড়ল, গোলাম রসুল আনিস, ওহিদ শেখ, খালিদ শেখ, ওহিদুজ্জামান বাদল, মাসুদ মল্লিক, জিয়াউর ইসলাম, লাভলু মল্লিক, লুৎফর রহমান, মাহবুব আলম, কায়ছেদ আলী, এ্যাড: মহসিন, মো. মুনছুর আলী, কামরুজ্জামান রজন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট