নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ। উক্ত অভিযান ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২১ টি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে।
কেএমপি’র উপ-পুলিশ কমিশনার জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) কেএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। খুলনা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।
Leave a Reply