পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড (পরিচয় পত্র) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। সংগঠনের উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা উপদেষ্টা মাহেরা নাজনীন। সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।
উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি অজয় সাধু, সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, এন ইসলাম সাগর, সেলিম মোড়ল, অর্থ সম্পাদক মানিক লাল সিংহ, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম গাজী, দুর্ঘটনা সম্পাদক কৃষ্ণ রায়, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান পিয়াস, প্রচার সম্পাদক শেখ মামুনুর রশীদ, প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান সরদার, আইন সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান শেখ, সমাজকল্যাণ সম্পাদক মোসলেম উদ্দীন দয়াল, মহিলা সম্পাদক মজিদা খাতুন, কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, প্রভাত দেবনাথ, হুরাইরা বাদশা, রাজীব বিশ্বাস রকি, হাবিবুর রহমান গাজী, মনিরুল ইসলাম গাজী, মুজিবর রহমান, স ম নজরুল, আল-আমিন মাহমুদ, পীর আলী বিশ্বাস, পলাশ দাশ, হিমাদ্রী শেখ দে, আব্দুস সালাম, শহিদুল ইসলাম পাড়, শেখ সোহেলুজ্জামান, আমিরুল ইসলাম, দেবাশীষ কুমার দে, শ্যামল আঢ্য, হাফিজুর রহমান, শেখ আব্দুল আজিজ, হাবিবুর রহমান বাবলু, ইবাদুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, বিষ্ণুপদ রায়, ইমদাদুল হক, একেএম নেওয়াজ শরীফ ও চলার সাথী সংগঠনের প্রতিষ্ঠাতা শিক্ষক আব্দুর রহমান।
অনুষ্ঠানে এলাকার যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কার্যক্রমকে গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply