বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা পোর্ট থানার স্থানীয় বড়আঁচড়া গ্রামের একটি বাশ বাগানে অভিযান চালিয়ে ৪৭৩ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি বাশ বাগানের মধ্যে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ মামুন শিকদার,হাবিলদার মোঃ রিয়াজুল ইসলাম,নায়েক মোঃ আবুল বাশার সহ বিজিবির একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৭৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন তারা।
অধিনায়ক আরো ও বলেন, মাদক পাচারকারীরা শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মাদক পাচারের চেষ্টা করছে। বিজিবি কখনো সেই সুযোগ দেবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply