নিজস্ব প্রতিনিধি:: ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। এদেশের মানুষ প্রতিবেশী হিসাবে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তেমনি মসজিদের পাশে গড়ে উঠা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা নিজ নিজ ধর্ম পালন করে থাকে। তথাপিও কখনো কখনো কিছু কুচক্রী মহল উস্কানি দিয়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। যা সমাজে ধর্ম-বর্ণ, গোত্রের মধ্যে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকের জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় আহবান করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর সর্বজনীন পূজা মন্দিরে স্থানীয় মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে স্থানীয় মুরব্বিগণ সার্বিক বিষয় খোঁজ-খবর নিয়েছেন এবং মন্দির কমিটির সঙ্গে আলাপ আলোচনা করেন। এছাড়াও খুলনা মহানগরী এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
যেখানে ফুটে উঠেছে পরস্পরের মধ্যে চমৎকার ভাতৃত্বের অটুট বন্ধন। যেখানে ধর্ম বিদ্বেষ নয়, বর্ণ বিদ্বেষ নয়, মানবতায় যেখানে সবার উর্ধ্বে।
এ সময় সোনাডাঙ্গাস্থ মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply