1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে-ফয়েজ আহমদ তৈয়্যব সবকিছু ওইদিনই শেষ করে দিয়েছি-অপু বিশ্বাস হাসপাতাল থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত ৪০০ কোটি টাকায় দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

দাকোপের লক্ষ্মীখোলায় ৫০মিটার বাঁধ নদী গর্ভে বিলীন

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপ উপজেলার পাউবো’র ৩১নং পোল্ডারের পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা পিচের মাথা নামক স্থানে ৫০মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে।
শুক্রবার দিবগত গভীর রাতে ভদ্রা নদীর প্রবল জোয়ারের তোড়ে লোকালয়ে ঢুকে পড়া নদীর পানিতে মুহুর্তের মধ্যে ৪টি গ্রামে শতশত কৃষকের হাজার বিঘা রোপা আমনের ফসল তলিয়ে যায় এবং এলাকার প্রায় অর্ধ শতাধিক পুকুরের সাদা মাছ ভেসে গেছে। বেড়িবাঁধে ছোট খাটো নদী ভাঙ্গন ও ফাঁটল মেরামতে পাউবো’র উদাসীনতা এর জন্য দাবী মনে করেন এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,লক্ষ্মীখোলা পিচের মাথায় বেশ কয়েক সপ্তাহ ধরে ভদ্রা নদীর ভাঙ্গনে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ নদী ভাঙ্গন স্থানে পানি উন্নয়ন বোর্ড কার্যত পদক্ষেপ গ্রহণ না করায় গত ১৮ অক্টোবর শুক্রবার গভীর রাতে এ বাঁধটি নদী গর্ভে বিলীন হয়। নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় পানখালী ইউনিয়নের মৌখালী, মৌখালী পশ্চিম পাড়া, কাটাবুনিয়া, লক্ষ্মীখোলা গ্রামের প্রায় কয়েক হাজার বিঘা জমির রোপা আমন ক্ষেত তলিয়ে যায় এবং গ্রামের অর্ধ পুকুরের সাদা মাছ ভেসে গেছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডের ভেঙ্গে যাওয়া বাঁধটি আটকানোর জন্য প্রয়োজনীয় সারঞ্জম নিয়ে কর্মতৎপরতা চালিয়ে যেতে দেখা গেছে।
মৌখালী গ্রামের কৃষক ফজলু ফকির, আসলাম আহম্মেদ, আমানুল্লাহ শেখ, তৈয়বুর রহমান, সঞ্জয় বালা, পরিতোষ মন্ডল জানান, ছোট ছোট নদী ভাঙ্গন গুলো সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবগত করানো হলেও তারা এ ভাঙ্গন রোধ কল্পে কেউই এগিয়ে আসেন না। পাউবো’র উদাসীনতার ফলে ওই ভাঙ্গনটি ক্রমান্বয়ে দীর্ঘ হয়ে বাঁধটি এক সময়ে নদী গর্ভে বিলীন হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ড দীর্ঘ পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে ঝুকিপূর্ণ বাঁধ বা নদী গর্ভে বিলীন হওয়া বাঁধ সংস্কারের ফলে ওই বাঁধটি অনেকাংশে দুর্বল থাকে। তারা বলেন,তড়িঘড়ি করে বাঁধ নির্মাণের ফলে দেখা গেছে ওই বাঁধটি সংস্কারের দুই এক বছর যেতে না যেতেই আবারও নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা নদী শাসন পূর্বক বিকল্প বাঁধ নির্মাণ দেখতে চাই।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম,বলেন প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষনা বেক্ষনের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন। লক্ষ্মীখোলা পিচের মাথায় নদী গর্ভে বিলীন হওয়া অংশে পানি নেমে যাওয়ার সাথে সাথে পাউবো কর্তৃপক্ষ বাঁধ আটকানোর কাজ শুরু করেছেন এবং বাঁধ আটকানো সম্ভব হবে। তিনি অপর এক প্রশ্নের উত্তরে বলেন,৩১নং পোল্ডারের দুর্যোগ সহনশীল বাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রনালয় মেঘা প্রকল্প হাতে নেন। এখন এ বাঁধ নির্মাণ প্রকল্পের চুড়ান্ত নক্সা ডিজাইন এবং পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট