বটিয়াঘাটা প্রতিনিধি:: “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এবং ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি উপকরণ(বীজ ও রাসায়নিক সার) বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে বটিয়াঘাটা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও স¤প্রসারন কর্মকর্তা এসএস আসাদুজামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তন্নি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল, পিন্টু মল্লিক সহ কৃষক কৃষাণীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply