মনির হোসেন, মোংলা:: নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব.ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দুরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এছাড়াও বন্দরটির সাথে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের রেল ও নৌ-যোগাযোগ রয়েছে। সুতরাং এ বন্দরটিকে পিছিয়ে রাখার কোন সুযোগ নেই। মোংলা বন্দরকে আরো আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে ও কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেয়া হয়েছে।
দুইদিনের সরকারি সফরের শেষ দিন বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় বন্দরের জেটি চত্বরে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
মোংলা বন্দরে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান যাতে মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি- রপ্তানি করতে পারে সেজন্য বন্দরে অধিকতর সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। প্রতিবেশী দেশগুলো আমাদের বন্দর ব্যবহার করলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দরে রুপান্তরিত করতে হলে বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াতে হবে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নৌপরিবহন উপদেষ্টা।
এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য(হারবার ও মেরিন) ক্যাপ্টেন কিবরিয়া হক, সদস্য (প্রকল্প ও উন্নয়ন) ড. এ কে এম আনিসুর রহমান, (সদস্য অর্থ) কাজী আবেদ হোসেন,
উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান, সহকারি জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলামসহ বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দরের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এসময় ড্রেজিং কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জাহাজ, কার্গো, কন্টেইনার, গাড়ি আমদানির বাৎসরিক হিসাব ও বন্দরের সার্বিক কার্যক্রমের উপর একটি প্রতিবেদন নৌপরিবহন উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়। দুইদিনের মোংলা বন্দর পরিদর্শনের অংশ হিসেবে পশুর চ্যানেলের বিভিন্ন স্পট পরিদর্শন করেন, এছাড়াও ভিটএমআইএস (মোংলা),ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া ও স্থায়ী বন্দর জেটি এলাকা পরিদর্শন করে দেখেন নৌপরিবহন উপদেষ্টা।
Leave a Reply