নিজস্ব প্রতিনিধি:: অনুষ্ঠিত হয়ে গেলো রুপালী পর্দার পুরনো দিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান প্রতি মাসের নিয়মিত “সংগীত সন্ধ্যা ” অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রুপালী পর্দার পরিচালক মো: আরমান হোসেন।
এ সময় সংগীত পরিবেশন করেন সংগঠনের নিয়মিত সংগীত শিল্পী মধ্যে বাংলাদেশ বেতারের আধুনিক গানের নিয়মিত সংগীত শিল্পী নাসরিন আহমেদ, বাংলাদেশ বেতার ও বিটিভি নিয়মিত রবীন্দ্রনা সংগীত শিল্পীস্বর্না তারা।
এছাড়া উপস্থিত ছিলো শিশু শিল্পী নাঈমা, আদিত্য, রুদ্র প্রতাপ, যুবরাজ প্রমুখ। মুলত রুপালী পর্দা সংগঠনের উদ্দেশ্য হচ্ছে পুরনো দিনের সিনেমার ভালো গানের প্রচার ও চর্চা বৃদ্ধি।
১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত আমারা যে গান গুলি শুনতা তা কিন্তু গাওয়া হয় না। মাসিক অনুষ্ঠান করে আমরা আমাদের শিল্পী দের উৎসাহ প্রদান করে থাকি।
Leave a Reply