1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘের সতর্কতা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান গণমাধ্যমকে সতর্ক করছি, হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা-অন্তর্বর্তী সরকারের বিবৃতি শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ নবজাতক শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন যাত্রী হয়রানি বন্ধে দালালমুক্ত ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবশেষে দালালমুক্ত করা হলো বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনকে। নতুন দুই ওসি যোগদানের পর থেকেই বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজজারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ফলে পাসপোর্ট যাত্রী ছাড়া কোনও ব্যক্তিকে ইমিগ্রেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ ভূঞার নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম বহিরাগত প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেন। ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে প্যাসেঞ্জার টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা। এ ছাড়া সশস্ত্র আনসার ও আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বহিরাগতদের। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ৩ মাসে ৪ লাখ ৫০ হাজার যাত্রী ভারতে যাতায়াত করেছেন। যাত্রীদের কাছ থেকে এ সময় বিদেশে ভ্রমণকর বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২ কেটি টাকা। শিশু , প্রতিবন্ধী ও ক্যানসার রোগীরা (ভ্রমণকর মওকুফ) এই আওতার বাইরে রয়েছে।

যাত্রী টার্মিনালের প্রধান ফটকে বন্দরের নিরাপত্তাকর্মী, আনসার সদস্য, আমর্ড ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রাখায় প্রবেশ করতে পারছে না বহিরাগত দালালরা। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সেবার মান বৃদ্ধি করায় যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন নিজেরাই।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে একশ্রেণির দালালরা দূরদূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য ওসি ইমতিয়াজ ভূঞা এবং পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম

ইমিগ্রেশনকে দালালমুক্ত ঘোষণা করেছেন। যাত্রীদের সেবার মান উন্নত করতে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন বহিরাগত দালাল উৎখাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে টার্মিনাল এলাকায় বহিরাগত কোনও দালাল ঢুকতে না পারে, সেজন্য প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা জানান, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের সেবার মান বাড়াতে ইমিগ্রেশনে সেবার মান হয়েছে। যাত্রীরা নিজেরা ঝামেলামুক্তভাবে সিরিয়ালে দাঁড়িয়ে কাজ সেরে নিচ্ছেন।

তিনি আরও জানান, এখন থেকে যাত্রীরা যাতে ঝামেলামুক্তভাবে ভারত যাতায়াত করতে পারেন সেজন্য বহিরাগত প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে তিনি জানান। বর্তমানে যাত্রীরা নিজেরা সিরিয়ালে দাঁড়িয়ে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিচ্ছেন। পাশাপাশি দেশ থেকে কোন অপরাধী পালিয়ে যেতে না পারে সেজন্য সার্বক্ষণিক ইমিগ্রেশন অফিসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জুলাই-আগস্ট’র ঘটনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং হত্যা মামলার সাথে জড়িত ৭ জন আসামি আটক করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট