1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি-মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান আটক ভারতীয়দের ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ ২০৫০ সালের জ্বালানি মহাপরিকল্পনা: টেকসই বিদ্যুৎ ও অর্থনীতির প্রাণশক্তি বিকাশে জোর চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকালে খুলনা পিআইডির কর্মকর্তা-কর্মচারীর শোক পাইকগাছা পৌরসভায় গণভোট বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন তৈরির মূলহোতাসহ আটক ৬ পাইকগাছায় গণভোট উপলক্ষে গণসচেতনতামূলক ভিডিও প্রদর্শন সুন্দরবনের নিরাপত্তা ও দস্যুতা দমনে নিরলসভাবে কাজ করছে কোস্টগার্ড

মোংলায় পাঁচ নারী পেলেন জয়িতা পদক

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে জীবন সংগ্রামে সফল মোংলার ৫ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মিসেস আফিয়া শারমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস, কৃষি কর্মকর্তা প্রশান্ত হালদার, মোংলা থানার ওসি (তদন্ত) প্রভাষ মল্লিক।
এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে সম্মাননা দেওয়া হয় হোসনে আরা বেগমকে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মাহমুদা সুলতানা। সফল জননী হিসেবে মোসাঃ রানী বেগম , নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য লিখা কর্মকার ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে কোহিনুর বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন বাংলাদেশ ন্যাজারিন মিশন। এসময় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিশাত সায়লা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট