বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। । মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে দেপাড়া বাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের ইদ্ভোধন করেন গোটাপাড়া ইউনিয়ানের সাবে চেয়ারম্যান মোঃ বাশারাত হাওলাদার।
আশার সিনিয়ার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ মিলন মিয়া সভাপতিত্বে ও সিনিয়ার রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল এ সঞ্চলনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ।
অনুষ্ঠিত এ ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দেপাড়া বাজার সমিতির সাধারন সম্পাদক মোঃ বনি আমিন।
এসময় উপস্থিত ছিলেন দেপাড়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রঞ্জন মন্ডল, স্ব্যাস্থ্য সেবা কেন্দ্র হেলথ সেন্টার ইন চার্জ আব্দুল মালেক, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম ছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা এবং ৫-১৬ বছর বয়সী কিশের-কিশেরীদের বিনামুলে কৃমিনাশক ঔষধ খাওয়ানোসহ ওষুধ বিতরণ করা হয়।
Leave a Reply