1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন-প্রধান উপদেষ্টা রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ বিমানবন্দরে এভসেক-কাস্টমসের যৌথ অভিযান: প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে কৃষক দলের দোয়া মাহফিল নির্বাচিত হলে প্রথম কাজ হবে এ অঞ্চলের নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ-আমীর এজাজ খান চিতলমারীতে এনসিপি’র দলীয় কার্যালয় উদ্বোধন পাইকগাছায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

‘মোর মানিক ধন কোনায়, বুকোত আনি দেও’ নয়নের মায়ের আহাজারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক:: ‘মোর মানিক ধন কোনায়, বুকোত আনি দেও’- ক্ষীণ স্বরে এ কথা বলার পরই মূর্ছা যাচ্ছিলেন পারভীন বেগম। অনবরত কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কথা বলতে পারছেন না তিনি। ছেলে হারানোর শোকে হয়ে গেছেন বাকরুদ্ধ।

পারভিন বেগম ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের হতভাগিনী মা। রাজধানী ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে তার একমাত্র ছেলে নয়ন মারা গেছেন।

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বন্দর থেকে ছড়ান-আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে ৩০ কিলোমিটার দূরে বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রাম। এই গ্রামেরই প্রান্তিক কৃষক আক্তারুজ্জমান। তার বাড়িতে গিয়ে দেখা গেল, এক হৃদয়বিদারক দৃশ্য। বাড়ির সামনে চেয়ারে বসে আছেন প্রতিবেশীরা। গভীর বেদনায় অপেক্ষা করছেন। কখন মরদেহবাহী গাড়ির সাইরেনের আওয়াজ আসে, সেই গাড়িতেই আসবে সবার প্রিয় নয়ন। বাড়ির ভেতরে নারীদের জটলা। সেখানে কাঁদছেন নয়নের একমাত্র বোন সীমা আক্তার।

সীমা বলেন, আমার ভাই নয়নের মৃত্যুর জন্য ট্রাকচালক ও পুলিশ প্রশাসন দায়ী। পুলিশ যদি রাস্তায় ঠিকভাবে দায়িত্ব পালন করতো, তাহলে নয়ন মারা যেত না। আমি দায়ীদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। ঘটনার দুই দিন আগে ভাইয়ের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল বলে জানান সীমা।

২০২২ সালে জমিজমা বিক্রি করে চাকরি নিয়েছিল নয়ন। তার মৃত্যুতে পরিবার আজ নিঃস্ব। বাকরুদ্ধ হওয়ার আগে সকালের দিকে মা পারভীন বেগম হাউমাউ করে কান্না করে প্রতিবেশীদের বলেছিলেন, ‘মোর ছইল (আমার ছেলে) বিএ পরীক্ষার রেজাল্ট হইলে আরও ওপর পদর (প্রমোশন) গেইলো হয়। তারপর ছইলোক বিয়া দিনু হয়। মোর আশা আর পূরণ হইল না।’

খালু আব্দুল খালেক ও মামা নুর ইসলাম বলেন, ‘হামরা আর কাকে নিয়া বাঁচমো। হামার সউগ শ্যাষ। ওই ছইল কোনায় সবার ভরসা আছিল।’

প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও মুকুল মিয়া বলেন, ‘নয়ন খুব ভালো ছেলে। সবার সঙ্গে তার সদ্ভাব ছিল। বাড়িতে আসলে সবার খোঁজ খবর নিত।’

নয়ন সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে প্রথম যোগদান করেন ২০২৪ সালে। পরে তিনি রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে যোগ দেন। ২১ দিন ট্রেনিং করে বর্তমানে বিশেষ টিমে কাজ করেছিলেন। তার ডিগ্রি পরীক্ষা শেষ হয়েছে তবে রেজাল্ট জানতে পারেন নি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহানুর জামান রাস্তায় পড়ে যান এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা রাত চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় আরও একজন ফায়ার সার্ভিসের সদস্য হাবিবুর রহমান আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট