দাকোপ প্রতিনিধি:: দাকোপে অ্যাডাপশন কর্ম-পরিকল্পনা বৈধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এএসডিডিডাব্লু (ASDDW) এর আয়োজনে ইউএন ওমেন এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগতিায় রবিবার ( ২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে কমর্শালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা জাকারিয়া আল হেলাল,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাপলা অধিকারী, ব্রজেন্দ্রনাথ শীল। উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র বালা, নারী নেত্রী রওশন আরা বেগম, কনিকা বৈরাগী,তৃপ্তি মন্ডল, দিপালি মন্ডল, সুভিধাভোগী পুরুষ দলের মোঃ মোশেদ গাজী প্রমুখ।
Leave a Reply