দাকোপ প্রতিনিধি:: দাকোপে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসনের সাথে নারী সিএসও নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সভাপতি সামছুর ন্নাহারের সভাপতিত্বে উলাসী সৃজনী সংঘের বঙ্কিম কুমার মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা উত্তম রায়। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উর্মিলা সরদার, সহ-সভাপতি অনুরাধা মুখার্জি’র, রওশান আরা বেগম, হিমাদ্রী মৃধা, ইতিকা মন্ডল, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটটর ব্রজেন্দ্রনাথ শীলসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, নারীনেত্রী বৃন্দ।
Leave a Reply