1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নগরী শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন খুলনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যাতা, ডাটাবেজ ও সার্টিফিকেশন জরুরী- প্রেসকাউন্সিলের চেয়ারম্যান টেকনাফে কোস্টগার্ড পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও তাজা গোলা জব্দ ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক খুলনা নগরী শীর্ষক দিনব্যাপী সম্মেলনের সমাপনী যশোরের শার্শায় তক্ষকসহ দুই চোরাকারবারী আটক পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার-৬

নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গত ১৫ এপ্রিল ২০২৫ হতে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৯-০৫-২০২৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট।

অভিযানকালে হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানায় প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে স্বাক্ষরিত ব্যাংকের ব্লাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেল আগমনকালে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নেয়। এছাড়া প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার জন্য কালার ব্লাইন্ড টেস্ট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা জানায় তাদের অনেকেই বসত ভিটা, আবাদি জমি ও জমানো অলঙ্কারসহ শেষ সম্বল বিক্রি করে প্রতারকচক্রকে টাকা প্রদান করে। এ সময় প্রতারক চক্রের নিকট হতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন ও উত্তর পত্র জব্দ করা হয়। আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার প্রচেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ন নজরদারী, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টা কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট