নকীব মিজানুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এবং একই সাথে ভিডিও প্রদর্শন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ফকরুল হাসান, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট। উক্ত প্রশিক্ষণে সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ,কচুয়া,ও চিতলমারী উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ জাকারিয়া হোসেন। এ সময় প্রশিক্ষণে আগত উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দিন ব্যপি সভার সভাপতিত্ব করেন কে এম আবু নওশাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা কচুয়া বাগেরহাট ।
Leave a Reply