বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন শাখার কুদলারহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২২ মে) বিকালে কুদলারহাট স্কুল মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলীর সঞ্চালনায় এবং বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত ইসলামী শাখার সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-৮৫, শার্শা-১, মনোনীত এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম একটি দুর্নীতিমুক্ত সংগঠন। যে সংগঠন মানুষকে আল্লাহর পথে ডাকে। কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার কথা বলে। ফ্যসিবাদের পতনের পর নতুন করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা এ দেশকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে।’ এসময় ‘আল্লাহর দ্বীন চাই, সংবিধানে দ্বীন চাই’ এই স্লোগানে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইউসুফ আলী, মাওলানা মোঃ ইয়াকুব আলী, মাওলানা মোঃ ইলিয়াস, মাওলানা মোঃ আঃ ওয়াহেদ দুদু, মাওলানা মোঃ মশিউর রহমান, মাওলানা মোঃ আনোয়ার হোসেন।
Leave a Reply