1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবশেষে গাজায় ঢুকলো ত্রাণ, দুই দিনে অনাহারে আরও ২৯ মৃত্যু ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই-উপদেষ্টা রিজওয়ানা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না-বিশেষ সহকারী তৈয়্যব চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক পাইকগাছায় পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে পটুয়াখালীতে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়: ব্যাখ্যা দিলো আইএসপিআর উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত সীমান্ত থেকে ১৩ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছায় পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক মোঃ মোস্তফা মোড়লকে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে খুলনা জেলা বিএনপি।

বৃহস্পতিবার রাতে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বার্তায় মোস্তফা মোড়লকে অব্যাহতি প্রদান করেন। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাধ্যমে সকলের দৃষ্টি গোচর হয়। অব্যবহিত পত্রে উল্লেখ করেন, গত কিছু দিন যাবৎ আপনার দ্বারা কয়েকটি ঘটনাবলী সংগঠিত হয়েছে যাহা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আপনাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া স্বত্বেও আপনি নিজেকে সংশোধন করতে পারেননি। এমতাবস্থায়, দলের ভাবমূর্তি রক্ষার্থে পাইকগাছা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো। পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ জানান, দলে চাঁদাবাজ, দখলবাজ, দাঙ্গা সৃষ্টিকারীদের স্থান নেই। মোস্তফা মোড়লকে সংশোধনের জন্য গত ১৪ মে জেলা বিএনপি কারন দর্শানো নোটিশ দিয়েছিলো। ক্ষমা চেয়ে জেলা বিএনপির নিকট নোটিশের জবাব দিলেও কার্যত নিজেকে সংশোধন না করে সাবেক পৌর প্যানেল মেয়র কবিতা দাশের বাড়িতে যেয়ে দলবল নিয়ে মারপিট করে ও ১০ লাখ টাকা চাঁদাদাবি করে সাংবাদিক সম্মেলন করে কবিতা দাশ। এঘটনায় এলাকায় দলের প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এঘটনা জানাতে খুলনা জেলা বিএনপির সদস্য নবায়ন, প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতা গয়েশ্বর রায় ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু কে কবিতা দাশ তার উপর মোস্তফা মোড়ল কর্তৃক নির্যাতন ও চাঁদা দাবির বিষয়টি জানায়। তাৎক্ষণিক তিনি পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজকে ও যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকীকে ডেকে ঘটনা শোনেন। পরে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু এবং যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে ডেকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন জয়ন্ত কুমার কুন্ডু। ঘটনার সত্যতা পেয়ে জেলা বিএনপি পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তফা মোড়লকে অব্যাহতি দেন। অব্যাহতি প্রাপ্ত পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল জানান, সরল বাজারে জোনাকি গ্রাম উন্নয়ন সমিতির অর্থ আত্মসাৎকরী আওয়ামী লীগের দোসর কবিতা রানী দাসের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে কেন্দ্র বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মিথ্যাচার করেছে। সে জন্য জেলা বিএনপি ব্যবস্থা নিয়েছেন। খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম জানান, পাইকগাছা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে আগেও কয়েকটি অভিযোগ রয়েছে। সর্বশেষ সাবেক প্যানেল মেয়র কবিতা রানী দাসের বাড়িতে যেয়ে মারপিট ও চাঁদা দাবির ঘটনা স্বশরিরে কেন্দ্র বিএনপির নেতাদের জানানোর পর তাদের নির্দেশে জেলা বিএনপি মিটিং ডেকে মোস্তফা মোড়লকে অব্যাহতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট