বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবগঠিত সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলামকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে ভোজপাতিয়া ইউঃ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বখতিয়ার রহমান, রেজাউল কবির, কামরুল সরদার, শেখ রুহুল আমিন, সবুজ সেখ, মর্তুজা শেখসহ অনেকে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরদার ফরিদুল ইসলাম বলেন, গত ১৭ মে ২০২৫ তারিখ রামপালের বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ ওহিদুল ইসলামের নাম ঘোষণা করেছে। যা শুনে স্থানীয় জামাত-বিএনপির সমর্থক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ রীতিমত অবাক হয়েছে। কারণ এই ওহিদুল ইসলাম বিগত আওয়ামী সরকারের আমলে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের আস্থাভাজন হিসেবে ভোজপতিয়া ইউনিয়নে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সে তখন গর্ব করে বলতো শেখ হেলাল শেখ তন্ময় তার আদর্শ। তিনি শেখ হাসিনার লোক। ইউনিয়নের সর্বত্রই ছিল তার প্রভাব। বিভিন্ন জনের ঘের দখল করেছিল। অনেককে মিথ্যা মামলায় আসামি করেছিল। ৫ ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভোজপতিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আল আমিন শেখ এর সাথে অবৈধ যোগাযোগ করে প্রকাশ্যে চলাফেরা শুরু করে। বহাল তবিয়াতে ভোগ দখল করতে থাকে তার পুরনো সম্পদ।
সরদার ফরিদুল ইসলাম আরও বলেন, বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনের আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে বিদ্যালয়ের কক্ষে কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন। আমরা তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করি। সেখানে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইনামুল হক প্রিন্স, মোঃ বখতিয়ার সরদার, জিলানী হাসান জিকো, মোঃ সবুজ সেখ, ওহাব আলী, আব্দুল হাকিম, রেজাউল শেখ, হারুন মৃধা ও তামিম গাজিসহ আমরা বেশ কয়েকজন উপস্থিত ছিলাম। ঐদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আমাদেরকে একটি তালিকা দিতে বলে। আমরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এনামুল হক প্রিন্স, সর্দার ফরিদ উদ্দিন ও জিলানী শেখ জিকোর নামের তালিকা প্রদান করি। সেই থেকে প্রধান শিক্ষকের সাথে বিভিন্ন সময়ে দেখা করি কথা বলি বিভিন্ন পরামর্শ প্রদান করি।
কিন্তু গত ১৭ মে ২০২৫ তারিখ একটি পত্রের মাধ্যমে জানতে পারি, আমাদের নাম বাদ দিয়ে আওয়ামী দোসর মোহাম্মদ ওহিদুল ইসলামকে বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে। তাই তার সকল অপকর্ম সঠিকভাবে যাচাই করে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ ও ম্যানেজিং কমিটির পথ থেকে অপসারণের দাবি জানান তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের প্রার্থী হিসেবে সকল প্রার্থীর তালিকা পাঠিয়েছি। কিন্তু কোথা থেকে কিভাবে পরিবর্তন হয়েছে আমি জানিনা। এ বিষয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে পারছি না।
এ বিষয়ে এডহক কমিটির নবগঠিত সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এলাকার একশ্রেণীর স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার পায়তারা করছে। তিনি জানান, তিনি বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত এলাকায় কখনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে কোন অপকর্ম করেননি।
Leave a Reply