নিজস্ব প্রতিনিধি:: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর রূপসা খুলনায় শনিবার সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ১০ টি জেলার ২৫ জন ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) প্রশিক্ষণে উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)মোল্যা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬১ লক্ষ সদস্য- সদস্যা প্রান্তিক লেভেলে যারা নি¤œমধ্যবিত্ত শ্রেণীর লোক। একটি রাষ্ট্রে এই শ্রেণীর লোকদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এই লোকদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং জাতীয় আয়ের সাথে তাদের সংশ্লিষ্ট করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। ০৯ টি বিভাগ ও আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারই একটি অংশ এই প্রশিক্ষণ।
তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই যুগে কম্পিউটার প্রশিক্ষণ ( ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে এক এক জন দক্ষ ফিল্যান্সার হিসাবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রশিক্ষণের লক্ষ্য। এছাড়া ফ্রেল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশে বসে বিদেশী ডলার আয় করতে পারে। মহাপরিচালক মহোদয় নতুন করে এই বাহিনীকে সংস্কার করে আধুনিক করেছে। এই জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন এবং দেশের উন্নয়ন ঘটাতে সহায়তা করবেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট ও প্রশিক্ষকবৃন্দ।
Leave a Reply