1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোববার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত-উপদেষ্টা পরিষদের বিবৃতি আওয়ামী দোসর ওহিদুলকে এডহক কমিটি থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে নজরুল জন্মোৎসব ২০২৫ এর উদ্বোধন মায়ানমারে অবৈধভাবে পাচারকালে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক ভূমি মেলা উপলক্ষ্যে দাকোপে প্রেস কনফারেন্স চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৮ কেজি গাঁজা জব্দ অবশেষে গাজায় ঢুকলো ত্রাণ, দুই দিনে অনাহারে আরও ২৯ মৃত্যু ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই-উপদেষ্টা রিজওয়ানা

মায়ানমারে অবৈধভাবে পাচারকালে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মায়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীদের বিবরণঃ
আটককৃত পাচারকারী মমতাজ আহমদ (৫০) -টেকনাফ, মোঃ আরাফাত (৩০) -চরফ্যাশন ও মোঃ ইব্রাহিম (২৬) -পাথরঘাটা উপজেলার এবং মোঃ শুক্কুর (৫০) ও মোঃ জোহার (৩৬)-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট