1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’ গড়ইখালীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত বাগেরহাটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন পাইকগাছায় পারফরমেন্স বেজড গ্রান্টস (PBG) আওতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দাকোপে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

পাইকগাছায় রাতের আঁধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ব্যবসায়ীর টাকা ছিনতাই ; আটক -১

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
Oplus_0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় রাতের আঁধারে সাধন দেবনাথ(৪৫) নামে এক বিকাশ ব্যবসায়ী কে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী সরকারি দীঘির পাড় এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে তুহিন দাশ(৩২) নামে এক যুবককে পুলিশে দিয়েছে। ব্যবসায়ী সাধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আটক তুহিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার রাড়ুলী নাথপাড়া গ্রামের মৃত অনিল দেবনাথের ছেলে সাধন দেবনাথ বলেন বাঁকা বাজারে আমার বিকাশ ফ্লেক্সিলড এর দোকান রয়েছে। প্রতিদিনের ঘটনার দিন শনিবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে বাড়ির কাছাকাছি দীঘির পাড় এলাকায় পৌছায়লে হঠাৎ বাগান থেকে ৩ জন লোক এসে গতিরোধ করে মাথায়, কাঁধে, হাঁটু ও পায়ের পাতায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে আমার কাছে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে একজন কে আটক করে গণধোলাই দিয়ে ক্যাম্প পুলিশে দেয় এবং আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাড়ুলী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই খায়রুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তুহিন কে আটক করে ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে রাড়ুলী দাশপাড়া গ্রামের বিমল দাসের ছেলে। আটক তুহিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার এসআই নূর আলম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল এবং এ ঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সাধনের পরিবার।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট