1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাংলাদেশের উদ্বেগ

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: “বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।”

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চলমান পরিস্থিতি নিরসনে সব পক্ষকে ‘সক্রিয় ও কার্যকরী ভূমিকা’ রাখার আহ্বানও জানানো হয়েছে।

মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ওই বিবৃতি পড়ে শুনিয়ে মুখপাত্র শাহ আসিফ রহমান বলেন, “বাংলাদেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

“এ ধরনের একটি পরিস্থিতি নাজুক অবস্থায় থাকা একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।”

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে।

দুই দেশের হামলা, পাল্টা হামলার মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় নতুন মাত্রা পেয়েছে এই সংঘাত। শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিরুদ্ধে তেল আবিবের অভিযানে ওয়াশিংটন সঙ্গী হওয়ায় সামনের দিনগুলোতে পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

নাতাঞ্জ, ইস্পাহান ও ফোরদো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্বনেতাদের অধিকাংশের মুখেই উদ্বেগ ও নিন্দার সুর শোনা গেছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজার কথাই তারা বলছেন।

বাংলাদেশেও সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়ে বলেছে, “যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে।

“বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট