এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নে সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ৩০ কেজি চাউলের ভিডাব্লিউবি কার্ডের ৪১০ জন দরিদ্র মহিলার যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট ১৬শ ২৯ জন মানুষ অনলাইনে আবেদন করেন।
এ উপলক্ষে বুধবার(৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করা হয়।
যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই নুর আলম।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল হাসেম, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, ইউপি সচিব জিএম আব্বাস উদ্দিন, ইউপি সদস্য মোঃ কায়ূম হোসেন নান্নু, জুয়েলফিকার আলী ভুট্টো, মোঃ আনিসুর রহমান সানা, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, মোঃ মতলেব মালী, মহিলা মেম্বার জুলেখা, এস্নেয়ারা বেগম, ফাতেমা তুজ জোহরা রুপা, পাইকগাছা উপজেলা ওয়ালা দলের সাবেক আহবায়ক আঃ রহিম, চাঁদখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ ফারুক হোসেন সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
এসময়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ৯ টি ওয়ার্ড থেকে সরকার নির্ধারিত সৌভাগ্যবান ৪১০ জন দরিদ্র নারীর চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
Leave a Reply