1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সাথে সুবিচার করতে হবে। অভিযোগ শুনতে হবে, তবে আবদার শোনা যাবে না। মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে। দুর্নীতিকে পরিহার করে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় যশোর সেনাবাহিনীর সিও ব্রি. জেনারেল মো: মিজানুর রহমান, যশোর ৪৯ বিজিবির সিও, পুলিশ সুপার-সহ সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট